বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি পালন না করার ভিডিও ভাইরাল করায় ছাত্রকে হুমকি ! ভয়ে স্টোক করে ছাত্রের মা গুরতর অসুস্থ
আপডেটঃ ১০:৫৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- সৎপথে থাকলে দুনিয়াতে কিছু করা যায়না।এখন যদি আমার সামনে কেউ খুন হয়ে যায় আমি কারোরর বিরুদ্ধে স্বাক্ষী দিতে যাবোনা।অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাবোনা।কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বড়চর গ্রামের মধু মিয়ার ছেলে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে পড়ুয়া এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কবির হোসেন (১৮) গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে কুলিয়ারচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম, রামদী ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির ও আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস-উন-নূর এর বিরুদ্ধে অভিযোগ করে এ প্রতিনিধির সাথে আতংক ও ভয়মাখা কণ্ঠে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এমনিতে আমার মায়ের হার্ড দূর্বল।গতকাল বুধবার (২২ফেব্রুয়ারী) দুপুরে তাদের হুমকিতে আমার মা থর থর করে কাঁপছিলো।অবশেষে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পরে।এলাকাবাসী আমার মায়ের মাথায় পানি ঢেলেও সুস্থ করতে না পারায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা কারানো হয়।
বর্তমানে আমার মা অসুস্থ।চিকিৎসা চলছে, এখনো কথা বলতে পারছেনা।আমার মায়ের কিছু হলে এর দ্বায়ভার কে নিবে ? এমন প্রশ্ন রেখে ভয় থেকে তিনি বলেন, আমি আর এ বিষয় নিয়ে এগুতে চাইনা।আমার মায়ের জীবন আগে পরে অন্য সব।
কোথাও বিচার নেই একথা বলে তিনি আরো বলেন, গত ২১ শে ফেব্রুয়ারী সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আমি ভাগলপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই প্রতি বছরের ন্যায় আমাদের মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অমর ২১শে ফেব্রুয়ারীর অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য স্কুলের মাঠে এসে দেখি শহীদ মিনারটি অপরিষ্কার ঝাড়ু দেওয়া হয়নি এমনকি শহীদ মিনারে রং করাও হয়নি।
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উৎযাপন করা হবে এমন কোন পরিস্থিতি ছিলোনা।তখন ঘড়িতে দেখলাম সকাল ৮টা বাজে।বিদ্যালয়ের প্রতিটি দরজায় তালা ঝুলছে।এখানে কোন ভাষা শহীদদের স্মরণে কোন অনুষ্ঠান উদযাপিত হচ্ছেনা।
অমর একুশে ফেব্রুয়ারি পালনের জন্য সরকারী ভাবে স্লিপ ফান্ড থেকে ৩ হাজার টাকা বরাদ্দ আছে জেনে যখন দেখলাম শহীদ মিনারটি রং করা হয়নি।আবর্জনায় শহীদ মিনারটি অপরিষ্কার।এসব কারণে আমি একজন বাঙ্গালী শিক্ষিত ছেলে হিসেবে আমার খুব খারাপ লাগে।
খারাপ লাগা থেকে আমি বিদ্যালের মাঠে দাড়িয়ে সকাল ৮টা ৩ মিনিটের সময় শহীদ মিনারের পরিস্থিতি নিয়ে একটি ভিডিও করে স্থানীয় এক সাংবাদিককে দেই।ওই সাংবাদিক ভিডিওটি তার একটি পেইজে পোস্ট করলে এটা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ নিয়ে এলাকায় তোলপার হলে সকাল ১১টার পরে বিদ্যালয়ে গিয়ে দেখি ওই শহীদ মিনারে কিছু ফুল দেওয়া হয়েছে।যতটুকু শুনেছি সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসারের চাপের মুখে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেদের উপর থেকে দায় এড়াতে লোক দেখানো অনুষ্ঠান করে বেশ কিছু ছবি তুলে ও ভিডিও করে সংরক্ষনে রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পরদিন বুধবার দুপুরে বিদ্যালয় থেকে আমাকে কল করে বিদ্যালয়ে নিয়ে উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম ও আগরপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস-উন-নূর রীতিমতো আমাকে শ্বাশিয়ে ভয় দেখিয়ে বলেন, সরকারী নির্দেশনা আছে সকাল নয়টা থেকে বিদ্যালয়ে অনুষ্ঠান শুরু করার জন্য।
এর আগে ভিডিওটি করে তুমি যে অন্যায় কাজটি করেছ এতে তোমার ৬ মাসের জেল হবে।আমরা চেয়েছিলাম তোমার বিরুদ্ধে মামলা করতে।মামলা করলে তোমার ছয় মাসের জেল হয়ে যেতো।এর আগে এরকম ঘটনার কারণে একটি ছেলের ছয় মাসের জেল হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ছবি তুলা কিংবা ভিডিও করা যায়না।
লেখা পড়া করছো তাই ওদিকে আর এগোতে চাইনা।তুমি নিজের দোষ স্বীকার করে একটি লিখিত অঙ্গীকার নামা দিয়ে দাও তাহলেই তোমাকে ক্ষমা করা হবে।তাদের হুমকি ধামকী ও ভয় দেখানোর ফলে বিদ্যালয় মাঠে উপস্থিত থাকা আমার মা ভয়ে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলে।স্থানীয়রা পানি ঢেলে মাকে সুস্থ করতে থাকে।
আমার মায়ের এ অবস্থা দেখে আমি তাড়া হুরো করে কাঁপতে কাঁপতে বাধ্য হয়ে আমার দোষ স্বীকার করে একটি অঙ্গীকার নামা দিয়ে মাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই।বর্তমানে আমার মা অসুস্থ।ঠিক মতো কথা বলতে পারছেনা।আমি আর ঝামেলায় জড়াতে চাইনা।আতংক থেকে এভাবে কথাগুলো বললেন সে।
এব্যপারে মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মো. আব্দুল কাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারীর দিন সকাল ৬ টার দিকে শহীদ মিনারে ফুল দিয়েছি এবং অনুষ্ঠান ও করেছি।তবে এর কোন ছবি আছে কি না জানতে চাইলে তিনি বলেন আছে।তবে দেখাতে পারেনি।
অভিযুক্ত আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস-উন-নূরের সাথে যোগাযোগ করা হলে তিনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগমের কথায় ওই বিদ্যালয়ে গিয়েছেন দাবী করে ওই ছাত্রকে হুমকি ধামকি দেওয়ার কথা অস্বীকার করে প্রথমে বলেন, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের বলেছেন সকাল ১০ থেকে বিদ্যালয়ে অনুষ্ঠান শুরু করতে।
আবার পরে বলেন সুযোগমতো ২১শে ফেব্রুয়ারী উদযাপন করার জন্য।ওই ছাত্র তার নিজের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করে অঙ্গীকার নামা দিয়েছেন বলেও তিনি বলেন।অপর দিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দিয়েছেন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠান করার জন্য।
সে মতে ওই বিদ্যালয়ে অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠান করার আগেই স্থানীয় ওই ছাত্র একটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করিয়েছে।তবে ওই ছাত্রকে হুমকি ধামকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ একটি মিটিংয়ের আয়োজন করে আমাকে দাওয়াত করলে আমি ওই বিদ্যালয়ে যাই।
আমার সামনেই ওই ছাত্র তার ভুল স্বীকার করে একটি অঙ্গীকার নামা দিয়েছে।এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আলিম রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নাছিমা ম্যাডামের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন বর্তমানে ওই ছাত্রের মা সুস্থ আছেন।নাছিমা ম্যাডাম খোঁজ খবর নিয়েছেন।এখন কোন সমস্যা নেই।
এব্যাপারে কোন ব্যবস্থা নিবেন কি না জানতে চাইলে তিনি এ কথাটি এরিয়ে গিয়ে বলেন, ছেলে যদি কোথাও বিচার চায় তাহলে সে অবশ্যই বিচার পাবে।জানা যায়, উপজেলার অনেকগুলোই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনে সকাল ৬ টা থেকে প্রভাত ফেরী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
তাহলে তারা কি সরকারী আদেশ অমান্য করেছে? তাদেরও বিচার হওয়া উচিৎ।কেননা তারা এত সকালে কোমলমতি শিশুদের কষ্ট দিয়েছে।অপর দিকে উপজেলা শিক্ষা অফিসারের কথামতো সকাল ৯ টা থেকে অনুষ্ঠান শুরু না করে সরকারী নির্দেশ অমান্য করে সকাল ১১ টার দিকে জাতীয় অনুষ্ঠান পালন করে মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব অবহেলা করেছে।
এর প্রতিবাদ করা যদি একটি কলেজ ছাত্রের মায়ের জীবন বিপন্নের দিকে যেতে হয় তাহলে কেউ দায়িত্ব অবহেলা কিংবা অন্যায়ের প্রতিবাদ করবে বলে আশা করা যায়না।প্রথমে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার বিচার করা হোক।
পরে ওই ছাত্রকে যারা অন্যায় ভাবে মামলা মোকাদ্দমা করে জেলে পাঠানোর হুমকী দিয়ে অঙ্গীকার নামা নিয়েছে তাদের বিচার করা হোক।পরবর্তীতে যারা এঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হোক।এমন দাবী বিজ্ঞ মহলের।
কেননা অনুষ্ঠান নিয়ে একেক জনের একেক মতামত শুনে বুঝা যাচ্ছে মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার বিষয়টি ধামাচাপা দিতে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন অযুহাত দেখাচ্ছে।
বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করছে বিজ্ঞ মহল।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।