বিডিআর হত্যাকাণ্ড: ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন – স্বরাষ্ট্র উপদেষ্টা
আপডেটঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ শুরু করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কমিটিতে ৫ থেকে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।”কমিটির সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন।তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করবেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।
তিনি আরও বলেন,“এই কমিটি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।” কমিটির প্রধান দায়িত্ব হবে বিডিআর হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন করা।সেইসঙ্গে দোষীদের চিহ্নিত করে একটি সুস্পষ্ট প্রতিবেদন জমা দেওয়া হবে।এ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার চায় এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে।এ ধরনের ভয়াবহ ঘটনা আর যাতে না ঘটে, সেজন্য ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই তদন্তের মাধ্যমেই দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।
উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত।তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তদন্ত কমিটি অল্প সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে তা সরকারের কাছে জমা দেবে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার অঙ্গীকারবদ্ধ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত এ কমিটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
IPCS News : Dhaka :