বিক্ষোভের মুখে পিছু হটলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সামরিক আইন প্রত্যাহার
আপডেটঃ ১১:৩০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারে বাধ্য হয়েছেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা, এবং দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর তিনি এই সিদ্ধান্ত নেন। মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পার্লামেন্টের দাবি অনুযায়ী সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানানো হয়েছে এবং মন্ত্রিসভার বৈঠকের পর এ আদেশ কার্যকর হবে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর ফলে আগের আদেশ বাতিল হয়ে যাবে। প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির পেছনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে চলমান সংঘাত এবং তার জনপ্রিয়তার হ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিরোধীরা তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বিশেষ তদন্ত শুরুর প্রস্তাব করেছে।
সম্প্রতি বাজেট বিলে বিরোধীদের ভেটো এবং মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন প্রক্রিয়া ঘিরে অচলাবস্থা দেখা দেয়। প্রেসিডেন্ট ইউন এই পরিস্থিতিতে বিরোধীদের উত্তর কোরিয়াপন্থি হিসেবে আখ্যা দিয়ে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেন। তবে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হলো।
সামরিক আইন জারির পর দেশটিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। গণমাধ্যমকে সামরিক পর্যবেক্ষণের আওতায় আনা হয় এবং রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। পরিস্থিতি উত্তরণে প্রেসিডেন্ট ইউন সামরিক আইন প্রত্যাহারের মাধ্যমে পার্লামেন্ট ও জনগণের দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স, আলজাজিরা।
IPCS News : Dhaka