বিএনপি রাজশাহী জেলা শাখার সংবাদ সম্মেলন:
আপডেটঃ ১২:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজনৈতীর ষড়যন্ত্রের শিকার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর নি:শর্ত মুক্তি ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা বিএনপি।গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক এমপি ও রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।তিনি বলেন, এই সরকার দেশের গণতন্ত্র নষ্টের ন্যায় বিচার বিভাগকে দলীয়করন করে ফেলেছে।বাদী পক্ষ মামলা পরিচালনা না করতে চাইলেও বিচারকগণ তা আমলে না নিয়ে নিজ গরজে বিচার পরিচালনা করছেন।শুধু তাই নয় জামিনযোগ্য মামলাগুলোতেও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করছেন।
প্রকৃত পক্ষে এক শ্রেণির বিচারক তাঁদের আদর্শ ও প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।এ গুলো থেকে বেরিয়ে আসার জন্য বিচারকদের অনুরোধ করেন।লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে বিচারাধীন মামলায় আবু সাঈদ চাঁদ এর পক্ষের আইনজীবীগণ লিখিত ভাবে অনাস্থা জ্ঞাপন করেছেন।
সোমবার তাঁরা এই অনাস্থা জ্ঞাপন করেন।সেইসাথে তাঁরা এই মামালা অন্য আদালতে স্থানান্তরের দাবী জানান।তাঁরা উল্লেখ করেন অত্র আদালতে মামলা নং-সি.আর-২৬২/২০০৭(চারঘাট)মামলাটি বিচারাধীন রয়েছে।কিন্তু অত্র আদালতে গত ১৩-০৭-২০২৩ ইং তারিখে বাদী মাসুদ রানা আদালতে উপস্থিত হয়ে লিখিত দরখাস্ত সহকারে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
বিজ্ঞ আদালত অত্র তারিখে বাদীর জবানবন্দী গ্রহন করেন।কিন্তু অদ্যবধি মামলাটি প্রত্যাহারের আদেশ তিনি প্রদান করেননি।পরবর্তীতে গত ২৫-০৭-২০২৩, ১৮-০৮-২০২৩, ২১-০৮-২০২৩, ২৭-০৮-২০২৩, ৩১-০৮-২০২৩, ০৭-০৯-২০২৩ ও ১১-০৯-২০২৩ ইং তারিখে এই মামলার বাদী বা কোন সাক্ষীই বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান করেননি।
এই সমস্ত কারন উল্লেখ করে মামলাটি বাদী ও সাক্ষীগনের অনুপস্থিতির কারনে খারিজের জন্য আবু সাঈদ চাঁদ এর পক্ষে নিযুক্ত আইনজীবীগণ আবেদন করেন।আইনজীবীগণ আরো উল্লেখ করেন, অত্র মামলার ধারা গুলো আপোষযোগ্য ও প্রত্যাহার যোগ্য।এর পরেও বিজ্ঞ বিচারক মামলাটি প্রত্যাহারের আবেদন না মঞ্জুর করায় আইনজীবীগণ বিজ্ঞ বিচারকের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
ন্যায় বিচার পাওয়া মানুষের শেষ আশ্রয়স্থল আদালত।কিন্তু চাঁদ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার।তারা দলীয়ভাবে চাঁদ এর নি:শর্ত মুক্তি দাবী করেন।এ সময় বিএনপি রাজশাহী জেলা শাখার অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।