রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ ১ হাজার ৯৮৪ জনের নামে পুলিশের তিন মামলা

আপডেটঃ ৬:৫৩ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ: বিএনপি-জামাতের তিনদিনের অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ-বিএনপি’র সংঘর্ষে দু’জন নিহত হয়।সংঘর্ষের পর ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ছয়সূতি, বাজরা তারাকান্দি ও আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েনসহ পুশিশের টহল জোরদার করা হয়।পুলিশ-বিএনপি’র দাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমকে দুইটিতে প্রধান আসামী করে বিএনপি’র কর্মী-সমর্থকদের নামে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে।তিন মামলায় ১ হাজার ৯৮৪ জনকে আসামি করা হয়।মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।তবে বিএনপি’র দুই নেতার মৃত্যু ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

দুই মামলার বাদী এসআই তারেক পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ছয়সূতী বাসস্ট্যান্ডে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাঁধা দেওয়ার অভিযোগে তিনি বাদী হয়ে মো. শরীফুল আলমকে প্রধান আসামী করে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১৬’শ জনের নামে গত ১ নভেম্বর বুধবার কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং-১।এছাড়া তিনি শরীফুল আলমকে প্রধান আসামী করে ৪৩ জনের নাম উল্লেখ করে ১৬’শ জনের নামে আরো একটি মামলা দায়ের করেন।মামলা নং-২।অপরদিকে একই দিনে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের উপর হামলার ঘটনায় গত ১ নভেম্বর বুধবার থানার এসআই নূরে আলম বাদী হয়ে তারাকান্দি গ্রামের মিজান মিয়ার ছেলে বিএনপি নেতা শফি উদ্দিন (৪০)কে প্রধান আসামী করে ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা ৩০০ জনের নামে একটি মামলা দায়ের করেন।মামলা নং-৩।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার সকাল ৮টায় একদল সশস্ত্রবাহিনী ছয়সূতী বাসস্ট্যান্ডে অবরোধ সৃষ্টি করতে ইটপাটকেল, ককটেল নিক্ষেপ করে।এ সময় আমরা গুলির শব্দও শুনতে পাই।তাদের বাধা দিতে গেলে তারা চারদিক দিয়ে আমাদের ঘিরে ফেলে।আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালায়।

আমরা সংখ্যায় ছিলাম ১৫ জন।কোন ভাবেই নিজেদের আর রক্ষা করতে পারছিলাম না।শেষে প্রতিরক্ষার্থে আমরা বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করি।এ ঘটনায় তিনিসহ থানার কর্তব্যরত এসআই দেব দুলাল, এসআই তারেক পারভেজ, এসআই নূরে আলম, এএসআই মান্নান, এএসআই সাকিনুর, এএসআই জুয়েল রানা, কনস্টেবল একরামুল কবির, ইসমাইল হোসেন, সঞ্জয় আহম্মদ, অনিক সরকার, একরামুল হক, জুলহাস মিয়া, সাকিল আহম্মেদ ও মালেক সরকার সহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়।

অপর দিকে বিএনপি দাবি করেন, অবরোধের সমর্থনে সকাল আটটার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে মিছিল বের করা হয়।মিছিলটি নিয়ে ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ামাত্র পুলিশ বাধা দেয়।বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ প্রথমে লাঠিপেটা করে, পরে গুলি ছোড়ে।এতে অনেকে গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান।

গুলিতে নিহত বিল্লাল হোসেন স্থানীয় ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও মাধবদী গ্রামের কাজল মিয়ার ছেলে।তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।অপরদিকে নিহত ইউনিয়ন যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় বড় ছয়সূতী চক বাজার এলাকার কাউসারের ছেলে।সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।