বাড়ী ফেরা হলো না মারুফ হাসানের
আপডেটঃ ১১:৫৫ পূর্বাহ্ণ | মার্চ ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ঢাকা হতে দিনাজপুর চিরিরবন্দর বড় বাউল গ্রামে নিজ বাড়ী যাওয়ার আগেই অসাবধানতা বসত মৃত্যুর কলে ঢলে পড়ল মারুফ।উক্ত গ্রামের স্থানীয় গ্রামবাসীরা জানান,মোঃ আনিসুর রহমান এর পুত্র মারুফ ২৮/২/২০২৩ ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় গামী ৭৯৩ নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে নিজ বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেছিলো।
যাত্রাকালে সকাল আনুমানিক ৮.২৩ মিনিট সময়ে ট্রেনটি চিরিরবন্দর-কাওগাঁ সেকশনের কি.মি.নং-৩৯৪/২/৪ অতিক্রম করাকালে অসতর্কতা বসত ট্রেনের দরজার বাহিরে মাথা বাহির করায় রেল লাইনের পাশে দন্ডায়মান সিগনাল পোস্টের সহিত ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু বরন করে।
মৃতের পিতা আনিসুর রহমান, মাতা বড় ভাই অনান্য আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনের কোনো প্রকার সন্দেহ ও অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদনন্তে ধর্মীয় বিধান মতে দাফন করার জন্য মৃতের পিতার আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের সহিত বিষয়টি আলোচনা করে ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিবারকে লাশ হস্তান্তর করা হয়।
রেলওয়ে থানা দিনাজপুর এস আই জেসমিন আক্তার জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে নং-০৪/২৩, তারিখ-২৮/২/২০২৩।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।