সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বাস চালককে মুক্তি দিতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি :- রাজশাহীর কাটাখালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাস চালক আব্দুর রহিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটি।মঙ্গলবার দুপুর রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন শ্রমিক নেতৃবৃন্দ।এসময় অভিযুক্ত বাস চালকের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপি মানবন্ধনে অংশ নেয় শত শত শ্রমিক।মানব-বন্ধনে শ্রমিক নেতারা বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে হানিফ পরিবহনের বাস চালক আব্দুর রহিমকে কারাগার থেকে মুক্তি দেওয়া না হলে ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে বাসসহ সকল যানবাহন চলাচল অনিদির্ষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

মানব-বন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলি, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, নাটোর জেলার সভাপতি মুসতারুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী।

উল্লেখ্য ২০২১ সালে মার্চ ২৭ দুপুরে দুপুরে রাজশাহী কাটাখালির কাপাশিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হন।দুর্ঘটনায় নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।