বাফুফে জাতীয় স্কুল ফুটবল পাবনাকে ৩-০ গোলে হারিয়ে চুরান্ত পর্বে নাটোর
আপডেটঃ ১:১৭ অপরাহ্ণ | মে ১৮, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশহী:- পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রাজশহী অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে খেলা গৌরব অর্জন করে নাটোর সরকারী বালক বিদ্যালয়।সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় নাটোর জেলার নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে পাবনা জেলার মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিজয়ী দলের পক্ষে খেলা ৪ মিনিটে ১ম গোল করেন মনিরুল।এছাড়াও খেলার ৬২ মিনিটে ওয়ালিদ ও ৮৯ মিনিটে মুন্না শেষ গোলটি করেন।নাটোরের মনিরুল ম্যাচ সেরা নির্বাচিত হন।খেলা শেষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।
এর আগে তিনি বলেন পড়ালিখার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলাই উৎসাহিত করতে হবে।যা তাদের যেকোন ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ বিকাশে সহায়ক হবে।জাতী গঠনে এগুলি খুবই গুরুত্বপুর্ন বিষয়।মাননীয় প্রধানমনত্রী একজন ক্রীড়া বান্ধব পরিবারে সন্তান।
তিনি খেলাধুলা পছন্দ করেন ও খেলোয়াড়দের সম্মান দিয়ে থাকেন।এ সময় বিশেষ অতিথি হিসেব রাজশাহী বিশ্বদ্যিালয়ের শরীর চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আসাদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য আলী আফতাব তপন ও সদস্য এস কে কবীর তুহিন উপস্থিত ছিলেন।
এছাড়াও বাবুফের প্রতিনিধি আকতার হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : kabir tuhin : রাজশাহী।