বাদ হতে পারে ১৫ আগস্ট সরকারি ছুটি
আপডেটঃ ৬:২৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ছুটি বাতিলের প্রজ্ঞাপন ও তারা প্রস্তুত রেখেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে।অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আজ বিকালে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে।গতকাল সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে।
তারা আরও বলেন শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি।আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন।কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না।
IPCS News : Dhaka :