সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বাচসাস এর নতুন সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ

আপডেটঃ ৬:১৯ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

ঢাকা:- সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো দেশের ৫৩ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাচসাস এর নির্বাচন।১২ অক্টোবর বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাচসাসের ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।নির্বাচনে ১৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন কবি, সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া ব্যাক্তিত্ব রাজু আলীম।২২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সংবাদ প্রতিদিনের ভার-প্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ।সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অঞ্জন রহমান, একই পদে নিবার্চিত হয়েছেন রাশেদ রাইন।সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত রাহাত সাইফুল অর্থ সম্পাদক সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন মজুমদার।সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন এবং আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী নির্বাচিত হয়েছেন।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর নির্বাচিত হন।নির্বাচনে নবনির্বাচিত সভাপতি রাজু আলীম বলেন, ‘সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে বাচসাস এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচন শেষে সর্বপ্রথম বাচসাস জাতীয় প্রেসক্লাব ও ধানমন্ডি ৩২ নম্বর এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এর সঙ্গে সাক্ষাৎ করেন ২১ সদস্যের কমিটি।

সেখানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব এর সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি ও বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও বিএফইউজে এর সভাপতি ওমর ফারুক।

জাতীয় প্রেস ক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাচসাস সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এর সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেন।বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে আমরা এগিয়ে যেতে চাই।৫৩ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাচসাসকে এগিয়ে নিতে যারা জড়িত ছিলেন এবং আছেন তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই ।

আমরা জানি বাচসাস বিপুল আলোচিত সাংবাদিক সংগঠন।সেই বাচসাসকেই আমরা নতুন করে, নতুন আঙ্গিকে আরো আধুনিক করে গড়ে তুলতে চাই।সময়ের সাথে সাথে বাংলাদেশের বিনোদন মাধ্যম এবং চলচ্চিত্র অঙ্গনের কলেবর বৃদ্ধি পেয়েছে।ওটিটি থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়াতেও আমরা চলচ্চিত্রের উপস্থিতি দেখতে পাচ্ছি।

আমরা চাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই সংগঠনকেও আরো আধুনিক এবং ডিজিটালাইজড করতে।আমরা আশা করছি, সকলেই একসাথে কাজ করে আমাদের প্রাণের সংগঠন বাচসাসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।

IPCS News : Dhaka : রাজু আলীম : বাচসাস : ঢাকা।