বাঘায় ৪২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেটঃ ৫:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ০৫, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৪২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাঘা থানাধীন পাকুড়িয়া দূর্গামন্দির চত্ত্বরের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাঘা থানার পাকুড়িয়া গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিন সরকারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন।শনিবার দুপুর ২টায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালায়।এসময় তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ৪২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, জাহাঙ্গীরকে ঘটনাস্থলেই আটক করা হলেও সাথে থাকা অজ্ঞাতনামা অপর ২ জন ব্যাক্তি মন্দিরের পিছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আটক ও পলাতক অজ্ঞাত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।