সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ সীমান্তে একের পর এক গোলাবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

আপডেটঃ ২:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২২

নিউজ ডেস্কঃ

ঢাকা:- বাংলাদেশ সীমান্তে গোলাবর্ষণ ও আক্রমণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।এ নিয়ে তাকে ৪ বার তলব করা হলো।রোববার সকালে অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভার-প্রাপ্ত মহা-পরিচালক নাজমুল হুদার দপ্তরে তলব করা হয়।

গোলাবারুদ বর্ষণ ও হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।গত ১৬ সেপ্টেম্বার শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্য-রেখার রোহিঙ্গা আশ্রয় শিবিরে এসে পড়ে।এতে মো. ইকবাল নামে এক কিশোর প্রাণ হারায় ও ৫জন আহত হয়।

এ ছাড়া, ওই দিনই বেলা ৩টার দিকে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্য রেখার ৩৫ নম্বর পিলারের কাছাকাছি গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তঞ্চঙ্গ্যা (২২) নামে বাংলাদেশি এক তরুণের বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণের চিকিৎসা চলছে।

শূন্যরেখায় আরও মাইন পোঁতা থাকতে পারে, এমন শঙ্কায় মাঠে যাচ্ছেন না কৃষকরা।শনিবার সকাল সোয়া ৯টা থেকে ২টা পর্যন্ত রাখাইনের ওয়ালিডং পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা যায়।স্থানীয় বাসিন্দা ও জন-প্রতিনিধিরা এ কথা জানায়।

গোলাবর্ষণ ও বিস্ফোরণে রোহিঙ্গাদের হতাহতের ঘটনার পর শনিবার সকালে সীমান্ত এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।এ ঘটনার আগে ৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি তুমব্রু বাজারের পাশে কোনারপাড়ার কৃষক শাহজাহানের বাড়ির আঙিনায় এসে পড়ে।

এর আগেও বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা এসে পড়েছিল।এসব ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা।তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পাঁচ বছর ধরে বাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত ৪ হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা।

IPCS News : Dhaka :