সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেটঃ ৬:৩৩ অপরাহ্ণ | নভেম্বর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক জনাব মো. গোলাম রব্বানী তিনি বলেন, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সময়কালে বিডিআর বিদ্রহে যে সকল সেনা সদস্য শহীদ হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করে সকল শহীদদের সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, যাতে শহীদদের পরিবার দুবেলা ভাত খেয়ে বাঁচতে পারেন সে ব্যবস্থা করে দেবেন সেই সাথে ছাত্র জনতার আন্দোলনে পঙ্গুত্ব, অন্ধত্বসহ বিভিন্ন অঙ্গহানি ঘটেছে তাদেরও উন্নত চিকিৎসাসহ খেয়ে পরে বেচে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

পলাতক স্বৈরাচার আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিসহ আওয়ামী দোসরদের ধৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল নেতাকর্মীদের শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখা অধ্যক্ষ আনিসুর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মো. জাকিরুল ইসলাম।সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর উত্তর জেলা শাখার সাধারণ স¤পাদক মো. আনোয়ার হোসেন।এ সময় (২০২৫-২০২৬) ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এনামুল হকসহ কমিটির নির্বাচিত সকল সদস্যগণ তাদের দায়িত্ব গ্রহণ করে বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং শ্রমিকদের সমস্যাগুলোর সমাধানে ফেডারেশন সবসময় নিরলস কাজ করে যাবে।’’

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, মুসলিম উদ্দিন, রমজান আলী।এছাড়া বিশেষ অতিথি মনিরুজ্জামান জুয়েলসহ সম্মেলনে বক্তারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।উপস্থিত সদস্যরা ফেডারেশনের কার্যক্রমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে শ্রমিকদের কল্যাণের জন্য আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল সদস্য ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।সম্মেলনে বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেডারেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।