বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন: দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা
আপডেটঃ ১২:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, কানেক্টিভিটি, নিত্যপণ্যের আমদানি, ভিসা সমস্যা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জসমূহ।বিশেষ করে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক প্রতিবেদনের বিষয়টি আলোচনায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে।ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান।
রাজনৈতিক পরিবর্তনের পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, যা দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমি বিশ্বাস করি, আমরা স্বাভাবিক সম্পর্কের দিকে এগোচ্ছি।এফওসি হলো সেই দিকের প্রথম পদক্ষেপ।এ বৈঠক দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনে সহায়ক হবে।
গত বছরের নভেম্বরে দুই দেশের সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল।এ সময় দুই দেশের পররাষ্ট্র সচিবদের পরিবর্তন ঘটেছে।অপরদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, “দ্বিপাক্ষিক সম্পর্কের সব উপাদানই এফওসিতে আলোচনায় থাকে।উভয়পক্ষের সম্মতিতে আলোচ্যসূচি নির্ধারণ করা হয়।
তবে বাণিজ্য, কানেক্টিভিটি এবং পানি ইস্যু এজেন্ডায় থাকবে বলে আশা করা যায়।বিশ্লেষকদের মতে, এফওসির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান টানাপোড়েন প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
IPCS News : Dhaka :