বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে চট্রগাম আবাহনী লিমিটেডের বিজয়
আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত এবিজি বসুন্ধারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দিত্বীয় পর্বের খেলায গতকাল শনিবার (২৭এপ্রিল) নিজ ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ন লিঃ ৫-০ গোলে চট্রগ্রাম আবাহনী লিমিটেডের কাছে হেরে আবারো পয়েন্ট হারিয়েছে।খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় চট্রগ্রাম আবাহনীর নাসিউদ্দিন চৌধুরী ১টি গোল করে যাত্রা শুর করে।
একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন সাগর ৬০ মিনিটে আরেকটি গোল ছুড়ে দেয়।পরক্ষনেই ফাউলকে ক্রেন্দ্র করে রেফরীর দেয়া পেনাল্টির সুযোগ পেয়ে চট্রগ্রাম আবাহনীর অধিনায়ক নাইজেরিয়ান ফুটবলার ওয়াওকুউ ডেভিড ইফিগুই ৭৪ মিনিটে পেনাল্টির গোলটি জালে প্রবেশ করান।
এছাড়াও চট্রগ্রাম আবাহনীর নাইজেরিয়াান ফুটবলার স্কুন পাউল কমলাফি ৩২ ও ৯০ মিনিটে ২টি গোল করে ফলে ৫-০ গোলে জয় লাভ করে মাঠ ত্যাগ করেন।চট্রগ্রাম আবাহনীর নাইজেরিয়াান ফুটবলার স্কুন পাউল কমলাফি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হলে তার হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান।
IPCS News : Dhaka : বাবুল : রাাজশাহী।