বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ফল: ব্রাদার্স তলানিতে
আপডেটঃ ৫:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত এবিজি বসুন্ধারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দিত্বীয় পর্বের খেলায গতকাল শুক্রবার (৫এপ্রিল) নিজ ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ান লিমিটেড ০-২ গোলে রহমতগঞ্জ এফসির কাছে হেরে আবারো তলানিতেই থাকতে হলো।খেলার প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় রহমতগঞ্জের ইজিপথের ফুটবলার মোস্তফা মোহাম্মদ আব্দেলমালেক হামদাদ গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নেয়।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ঘানার ফুটবলার ইমেষ্ট বোয়াটিং ৮৫ মিনিটের মাথায় আরো একটি গোল করলে রহমতগঞ্জ ২-০ গোলে জয়লাল করে মাঠ ত্যাগ করে।রহমতগঞ্জের ইজিপট ফুটবলার মোস্তফা মোহাম্মদ আব্দেল মালেক হামদাদ ম্যাচ সেরা নির্বাচিত হলে তাকে জেলা ফুটবল এসোসিয়েশনের নবাগত সহ-সভাপতি মোঃ মামুনার রশীদ বাচ্চু ক্রেষ্ট উপহার তুলে দেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।