“বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসর-প্রাপ্ত বীর মুক্তি-যোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান”
আপডেটঃ ৫:০৪ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২১
নিউজ ডেস্কঃ
আজ ১৫ – ১২- ২১ তারিখ রোজ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসর-প্রাপ্ত বীর মুক্তি-যোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মো: শাহাদুল হক মাস্টার।
এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজশাহী।