বাংলাদেশ নারী ফুটবল দলকে রাসিক মেয়রের অভিনন্দন
আপডেটঃ ৯:৩৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২১
নিউজ ডেস্কঃ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের অনূর্ধ-১৯ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।গত বুধবার(২২ ডিসেম্বর) এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি।অভিনন্দন বার্তায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় ম্যাচ জুড়ে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ভারতকে ০-১ গোলে হারিয়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।বিজয়ের মাসে এই অনন্য জয়ে অনূধ্ব-১৯ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।