বাংলাদেশ জাতীয় স্কুল, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আপডেটঃ ২:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিনব্যাপী বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাস ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল, দাবা, হ্যান্ডবল, সাঁতার, ও কাবাডিসহ ৫টি ইভেন্টের ছেলেমেয়েদের খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ।এর আগে তিনি বলেন বর্তমান সরকার খেলাধুলায় অগ্রধিকার দিয়েছে কাজেই সবাইকে খেলাধুলায় উন্নতি করার জন্য এগিয়ে আসতে হবে তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।