বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের নেত্রকোণায় সদর উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন নেত্রকোণা সদর উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখার আহবায়ক মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব দিদারুল ইসলাম শামীমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার ও নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক।
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আলী মাষ্টার।সম্মেলনে তাদের ১১ দফা তুলে ধরে বক্তব্য রাখেন মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মুন্না, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ, এস এম ফরিদ রানা, সাংগঠনিক সম্পাদক এস আই শাহীন সাফওয়ান, শেখ আব্দুল মুকিত, শেখ কামরুল ইসলাম প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে বক্তারা সম্মানী ভাতা কমপক্ষে ৩০ হাজার টাকা, সরকারী কর্মকর্তা-কর্মচারীর ন্যায় উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সিটি কর্পোরেশনের ন্যায় প্রতিটি ওয়ার্ডে অফিস প্রদানসহ তাদের ১১ দফা দাবী তুলে ধরেন।
সম্মেলনে প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ জনগনের সবচেয়ে কাছের জন-প্রতিনিধিরা হলেন, মেম্বারগন।তাদের মাধ্যমেই বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করে আসছে।
এছাড়াও সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড মেম্বারদের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে।তিনি তাদের ১১ দফা দাবী প্রধানমন্ত্রী বরাবরে পৌঁছে দেয়ার আশ্বাস প্রদান করেন।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।