বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হলেন মদনের ইউপি চেয়ারম্যান মামুন।
আপডেটঃ ১১:০৩ পূর্বাহ্ণ | অক্টোবর ১১, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বর্তমান স্বতন্ত্র জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায়,গোবিন্দশ্রী ইউনিয়নের সকল জনপ্রতিনিধি সহ অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংগঠনের সভাপতি ও সম্পাদক সাহেবকে,আমার গোবিন্দশ্রী ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ও শুভেচ্ছা জানাচ্ছি।আগামী দিনে যাতে আমি আমার ইউনিয়ন জনগণের সুনাম রক্ষা করে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।