সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দিয়েছে স্বাচিপ নেতৃবৃন্দ

আপডেটঃ ১২:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।গত সোমবার(২৭ ডিসেম্বর) রাত ৮টায় নানকিং দরবার হলে সংবর্ধনা প্রদান ও স্বাচিপ এর ২৮তম প্রতিষ্ঠবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ মনসুর আলী, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ আব্দুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

কি-নোট স্পিকার ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাচিপ রাজশাহীর সাবেক সভাপতি ডা. এসআর তরফদার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

এ সময় স্বাচিপ রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল, রাজশাহী।