সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বল ভেবে কুড়ানো বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে আহত ২ শিশু

আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী নগরীর টিকাপাড়ায় ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া হাত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে।আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।আহতরা হলো, টিকাপাড়ার আলমগীর হোসেনের সাত বছর বয়সের ছেলে আব্দুল্লাহ ও শাহীন আলীর আট বছরের ছেলে সাবা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।শব্দ শুনে লোকজন গিয়ে সেখান থেকে আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিলো।এ সময় বল ভেবে হাত বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়।

খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীরা গিয়ে সেখান থেকে ১০টি তাজা হাত বোমা উদ্ধার করে।এর মধ্যে একটি কাটুনে ৮টি ও ময়লার ভিতর দুইটি পড়ে ছিল।স্থানীয়রা ধারণা করছেন, কোটা আন্দোলনের সময় এই হাত বোমাগুলো তৈরী করা হয়েছি।পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।