সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বর্ণিল আয়োজনে রাজশাহী কলেজে বসন্ত উৎসব পালিত

আপডেটঃ ১:১৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বর্ণিল আয়োজনে রাজশাহী কলেজ বসন্ত উৎসব পালন করেছে।ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন।ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন।সকল বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে উপস্থিত বসন্ত।

রাজশাহী কলেজ বসন্তের অপূর্ব সাজে যেমন সজ্জিত তেমনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের অপূর্ব বর্ণিল সাজে মুখরিত হয়ে উঠেছে সমগ্র ক্যাম্পাস।গতকাল মঙ্গলবার( ১৪ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ৯টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর নেতৃত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে এসে শেষ হয।

এরপর সকাল ১০টায় অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে অধ্যক্ষ বলেন বাংলা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনটি বাঙালি পালন করে ‘বসন্ত উৎসব’ হিসেবে।বাঙালির নিজস্ব সর্বজনীন এ উৎসব এখন গোটা বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

ঋতুরাজ বসন্ত কথনে অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।পরে দর্শক স্রোতার বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।কলেজের শিল্পীদের অংশগ্রহণে নাচে, গানে ও কবিতায় বসন্ত বরণ যেন লাভ করে এক ভিন্ন মাত্রা।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।