বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলার ফল গোলের বন্যায় সাতক্ষিরা জেলার ভরাডুবি
আপডেটঃ ৬:০২ অপরাহ্ণ | জানুয়ারি ০৯, ২০২২
নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের বি গ্রুপের খেলায় রোববার(৯ জানুয়ারী) সফররত রংপুর ২-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে হারায়।বিজয়ী দলের পক্ষে রেখা ও নাশরিন ১টি করে গোল করেন।এই পর্বের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন তাহমিনা, সহকারী ছিলেন সোহানা, আখিমনি ও আকতার হোসেন।দিনের অপর খেলায় গোলের বন্যায় ভরাডুবি ঘটেছে সাতক্ষিরা জেলার।বাংলাদেশ আনসার ভিডিপি সাদিয়ার হ্যাট্রিকের সুবাদে ১২-০ গোলে সাতক্ষিরা জেলাকে হারায়।বিজয়ী দলের পক্ষে মুন্নি ২,সাদিয়া ৪টি, শিরিন ২টি, শুমি ২টি, মুনমুন ও রোজিনা ১টি করে গোল করেন।রেফারী ছিলেন আলো,সহকারী ছিলেন শাহিন,মুনিয়া ও আব্দুল খালেক।আজকের এ গ্রুপের খেলায় সফররত ময়মনসিংহ,মাগুরা,নিলফামারী ও স্বাগতিক রাজশাহী অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল, রাজশাহী।