সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে রাজশাহীর শাহদৌলা কলেজ চ্যাম্পিয়ন

আপডেটঃ ১২:১৩ অপরাহ্ণ | জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী সরকারী কলেজ ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনু্িষ্টত হয়েছে।গতকাল সোমবার (২৬ জুন) শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাগতিক রাজশাহী বাঘা শাহদৌলা সরকারী ডিগ্রী কলেজ ৩-১ গোলে সফররত চাঁপাই নবাবগঞ্জ কৃষ্ণ গোবিন্দপুর ড্রিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বিজয়ী দলের পক্ষে লিখন ২টি ও শান্ত ১টি করে গোল করেন ও বিজিত দলের পক্ষে রিদয় ১টি গোল পরিশোধ করেন।শাহদৌলা কলেজের লিখন ও ম্যাচ সেরা ও চাঁপাই নবাবগঞ্জের কৃষ্ণ গোবিন্দপুর ড্রিগ্রি কলেজের রেজাউল সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় এবং ফেয়ারপ্লের পুরস্কার বগুড়াকে দেয়া হয়।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) এ,এন,এম মঈনুল ইসলাম এর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও প্রাক্তন ফুটবলার জি এম এম জাফরউল্লাহ এনডিসি ।

এর আগে তিনি বলেন ছাত্র জীবনে আমিও একজন ফুটবল খেলোয়াড় হিসেবে ঢাকায় অনু্িষ্টত পাওনিয়ার ফুটবল লীগে ফেমাস স্পোর্টিং ক্লাবের পক্ষে বর্তমানে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এর সাথে একসাথে খেলাধুলায় অংশ গ্রহন করেছি।তাই আজ খেলা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের খেলা মনোযোগ সহকারে দেখলাম যে তোমরা ভালো খেলা উপহার দিয়েছে।

একজন ভালো খেলোয়াড়ের নাম সবার মুখে মুখে থাকে কিন্ত ওই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা উচ্চ পর্যায়ের কারো নাম মনে থাকেনা ও কেও বলতেই পারবেনা।এই খেলাধুার কারনে একটি দেশের নাম বিশ্বে দরবারে ছড়িয়ে পড়ে।তাই আমি চাই তোমরাও একদিন ভালো খেলা উপহার দিয়ে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জল করে তুলবে ও তোমাদের নাম বিশ্বের দেশগুলির ছাত্রাত্রীদের মধ্যে উচ্চারিত হতে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে রাজশ্হাী রেঞ্জের অতিঃ উপ-মহাপুলিশ পরিদর্শক(অপারেশন) নরেশ চাকমা, মেট্রোপলিটন পুলিশের অতিঃ পুলিশ কমিশনার সামশুন নাহার বিপিএম( ট্রফিক এ্যান্ড ডিবি) ও জেলা প্রশাসক শামীম আহমেদ বক্তব্য দেন।

এ সময় রাজশাহী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী, বাঘা উপজেলা নির্বাহী অফিসার, কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসারসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।