সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে নওহাটা সরকারী কলেজ চ্যাম্পিয়ন

আপডেটঃ ২:০৫ অপরাহ্ণ | জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- সারা দেশের ন্যায় রাজশাহীতেও জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে।গতকাল রোববার (১৮ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় নওহাটা সরকারী কলেজ ১-০ গোলে বাঘা সরকারী শাহদৌলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিজয়ী দলের পক্ষে মেহেদী হাসান খেলার প্রথমার্ধে জয়সুচক গোলটি করেন।নওহাটা কলেজের মেহেদী হাসান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।চ্যাম্পিয়ন নওহাটা সরকারী কলেজ ও রানারআপ বাঘা সরকারী শাহদৌলা কলেজ বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে।খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে তিনি বলেন আজ যার নামে খেলা আয়োজন করা হয়েছে তিনিও একজন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় ছিলেন।তিনি খেলাধুলা আয়োজনের জন্য পরিবারের সদস্য ও আশেপাশের ছেলেমেযেদের উৎসাহ যোগাতেন।তারা যেন লিখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করে দেশ ও জাতীর সুনাম বয়ে আনতে পারেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অসিম কুমার, রাজশাহী সরকারী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (চঃ দাঃ) মোঃ মাহবুবুর রহমান, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।