বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু রেলসেতু’র নতুন নামকরণ ‘যমুনা রেলসেতু’

আপডেটঃ ৩:২৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- যমুনা নদীতে নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা রেলসেতু’। পূর্বে সেতুটির নাম ছিল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু’। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

২২ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানান, যমুনা নদীর ওপর নবনির্মিত এই রেলসেতু এখন নতুন নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

এর আগে, ২১ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সেতুটি পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় এলাকার নামকে গুরুত্ব দিয়ে সেতুটির নতুন নামকরণ করা হয়েছে। যমুনা নদীর ওপর নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে এই নীতিই অনুসরণ করা হয়েছে।

২০২০ সালের ৩ মার্চ বাংলাদেশ সরকার যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে একটি নতুন ডুয়েলগেজ ডাবল ট্র্যাক রেলসেতু নির্মাণের অনুমোদন দেয়। ৪.৮০ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ১৬,৭৮০ কোটি টাকা।

নাম পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেতুর নামকরণে স্থানীয়তার গুরুত্ব বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে। যমুনা নদী স্থানীয় জনগণের পরিচয়ের অংশ, এবং এই নাম সেতুটিকে বিশেষভাবে প্রতিনিধিত্ব করবে। নতুন নামকরণে যমুনা রেলসেতু দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।