সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে কুষ্টিয়ার কাছে জিতেও রাজশাহী পিছনে

আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২১

নিউজ ডেস্কঃ

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলায় গতকাল সোমবার (২০ ডিসেম্বর) স্বাগতিক রাজশাহী ২-১ গোলে সফররত কুষ্টিয়া জেলাকে হারালেও চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা।উভয় দলের পয়েন্ট সমান সংখ্যক হওয়ায় এ্যাওয়েতে রাজশাহী ২টি গোল দিলেও ১টি গোল খাওয়ার কারনে পিছনের সারিতে চলে যায় আর কুষ্টিয়া যায চুড়ান্ত পর্বে।রাজশাজীর পক্ষে সাজেদুর ও রাকিব ১টি করে গোল করেন।কুষ্টিয়ার পক্ষে আসিফ ১টি গোল পরিশোধ করেন।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ১৭.২ ধারা অনুযায়ী হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতির খেলায় কুষ্টিয়া ভেন্যুতে ও নিজ মাঠে রাজশাহী জেলা ১টি করে গোল খাওয়ার ফলে রাজশাহী রানারআপ হয়েও পিছনের সারিতে চলে যায়।আর কুষ্টিয়া জেলা হেরেও ফেডারেশনের বাইলজ অনুযায়ী ৪.৯ গ্রুপে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে টুফি বিতরন করেন প্রাক্তন ফুটবলার যথাক্রমে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে সাদাইন খোকন, নবীবুর রহমান ননী, মাখফু এলাহী, মোঃ আশরাফ হোসেন নবাব, আব্দুল কুদ্দুস, সাফায়েত ইসলাম বাবুল ও পারভেজ আকরা ধুলু।অনুষ্টান পরিচালনা করেন প্রাক্তন ফুটবলার আলী আফতাফ তপন।

এর আগে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনে সভাপতি মোঃ ওয়াহেদুন নবী।অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মুকবুল হোসেন লাবু ।

IPCS News : Dhaka : বাবুল, রাজশাহী প্রতিনিধি।