সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফল বিসিবি সাউথ জোন জয়ী

আপডেটঃ ৬:৪৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২১

নিউজ ডেস্কঃ

শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গবন্ধু ক্রিকেট লীগে গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) বিসিবি সাউথ জোন ৮ উইকেটে ইসলামী ব্যাংক ইষ্ট জোনকে হারিয়ে জয় পেয়েছে।২৬ রানে লিড নিয়ে ইসলামী ব্যাংক ব্যাট করতে নেমে ৮৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে ২য় ইনিংশ শেষ করে।ইসলামী ব্যাংকের পক্ষে আফিফ হোসেন ১২৫ বল খেলে সংগ্রহ করে ৮৬ রান ও ইরফান সুকুর ১০৭ বল খেলে সংগ্রহ করে ৪০ রান।বিসিবির নাসুম আহমেদ ৮০ রান খরচায় ২টি, নাহিদুল ইসলাম ৩০ রান খরচায় ৪টি ও মেহেদী হাসান ৪৯ রান করচায় ২টি উইকেট নেন।জবাবে বিসিবি ২৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২১.৩ ওভার খেলে ২ উইকেট খুইয়ে ৯০ রান করে দিনের খেলা শেষ করে।এনামুল হক ১১ রালে ১১, পিনাক ঘোষ ১৭ বলে ২রান,অমিত হাসান ৪৩ বলে ১৯ ও তৌহিদ হৃদয় ৬০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকে।

ইসলামী ব্যাংকের রেজাউর রহমান ১৬ রান খরচায় ২টি উইকেট নেন।খেলা শেষে বিসিবি সাউথজোনের জাকির হাসানের হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলেদেন বিসিবি‘র নির্বাচক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।এ সময় রাজশাহী বিভাগের কোঅর্ডিনেটর সাইফুল্লাহ খান জেমসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka :