সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নওগাঁর লতিফার হাট্রিক

আপডেটঃ ৬:৩০ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায়, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল শনিবার(২৮ অক্টোবর) বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ বালক বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্ট এর বিভাগীয় পর্যাযের খেলা ৮টি জেলা ও সিটি কর্পোরেশন দল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুর হয়েছে।উদ্বোধনী দিনে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।ট্রাইব্রেকারে রাজশাহী ৪-৩ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়।দিনের অন্য খেলায় পাবনা ২-০ গোলে নাটোর জেলাকে হারায়।এদিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বালিকা বিভাগে স্বাগতিক রাজশাহী ৩-০ গোলে সফররত নাটোর জেলাকে হারায়।

দিনের অন্য খেলায় লতিফার হ্যাট্রিকের সুবাদে নওগাঁ জেলা ৪-০ গোলে পাবনা জেলাকে হারায়।অন্য গোলটি করেন বর্ষা।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইিিসটি) (যুগ্ম-সচিব) ড. মোঃ মোকছেদ আলী এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেষ্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এর আগে তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা, বঙ্গমাতা শেখ ফজিলাতুেেন্নসা মুজিব, শহীদ এএইচএম কামারুজ্জামানসহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে বলেন বঙ্গবন্ধুর পিতা লুৎফর রহমান একজন ফুটবলার ছিলেন তিনি বঙ্গবন্ধুর সাথেও ফুটবল খেলতেন ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধুও ছেলেদের সাথে ফুটবল যুদ্ধে মেতে থাকতেন।

এছাড়াও তিনি ওয়ান্ডার্স ক্লাবের হয়ে ঢাকা ও বগুড়ায় ফুটবল খেলে সাফল্য অর্জন করেছেন।স্বাধীনতার পরে তিনি যে সমস্ত পরিকল্পনা গ্রহন করেছিলেন তার মধ্যে ক্রীড়া ক্ষেত্রকে অগ্রধিকার দিয়েছিলেন যেন ক্রীড়াক্ষেত্রে অংশ গ্রহন করে ছেলেমেয়েরা মাদক থেকে বেরিয়ে আসতে পরে আর সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে সোনার বাংলা গড়ার কারিগর হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।এ সময় বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবল আলমসহ উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।