সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্যে দিয়ে জেলা পরিষদের দায়িত্ব গ্রহন করেন মীর ইকবাল।

আপডেটঃ ১২:২৮ অপরাহ্ণ | নভেম্বর ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

প্রেস বিজ্ঞপ্তিঃ বর্ণাঢ্য আয়োজন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করলেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদের প্রধান ফটকে প্রবেশ করলে জেলা মহানগর আওয়ামীলীগের শত শত নেতা-কর্মীগণ বরণ করে নেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে।এসময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীদের ভালোবাসা আমি কোন দিন ভ‚লবো না।আপনাদের অফুরন্ত ভালোবাসার কারণেই আমি আজ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।জেলা পরিষদের কার্যালয়ে প্রবেশের আগেই তিনি নেতা-কর্মীদের ও নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষ বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েন, মাহনগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন. জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার ও সাধারণ সম্পাদক আবুল ওয়াদুদ দারা।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, আইনজীবী, স্কাউট, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, আলফোর হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, ইসমাইল হোসেন, সৈয়দ মন্তাজ আহমেদ, মাসুদ আহমদ, আলিমুল হাসান সজল, মোখলেশুর রহমান কচি, ইউনুস আলী, আশীষ তরু দে সরকার অর্পণ, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহানগর আওয়ামী লীগের অন্তর্গত থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পশ্চিম) থানার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ, কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, গোদাগাড়ী পৌরসভার মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, জেলা পরিষদের সদস্য আব্দুর রশীদ, মাইনুল ইসলাম, তোফিকুল ইসলাম, দীলিপ কুমার সরকার, আবুল কালাম আজাদ, আবু জাফর প্রামানিক, আসাদুজ্জামান মাসুদ, জনাব আলী, মহিদুল ইসলাম, সংরক্ষিত সদস্য শিউলি রানী, সুলতানা পরভীন রিনা ও সাজেদা বেগম, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, নগর মহিলা লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান সহ সর্বস্তরের মানুষ।জেলা পরিষদের প্রথম সভায় নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমি আজ জেলা পরিষদের দায়িত্ব নিলাম।আমি জানি না, জেলা পরিষদ কি আবস্থায় আছে।এটা আমার জানবার কথাও না।তুবও আমি বলছি, রাজশাহী জেলা পরিষদের পূর্বের কোন ভুলত্রুটি থেকে থাকে তা আমি দূর করবো।

আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে নতুন করে জেলা পরিষদের পথ চলা শুরু করবো।জননেত্রী শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন তারই ধারাবাহিকতায় আমি রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন অব্যহত রাখবো এবং সেই সাথে জেলা পরিষদকে গতিশীল করে তুলবো।পরিশেষে তিনি বলেন, আমার সদস্যদের আমি যেন সব সময় পাশে পাই।

তাহলেই আমি রাজশাহী জেলা পরিষদের চিত্র একেবার বদলে দিব।প্রথম সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান সহ নবনির্বাচিত সদস্যবৃন্দ।

IPCS News : Dhaka : কবির তুহীন : রাজশাহী।