বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করলেন আরএমপি’র সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার
আপডেটঃ ৭:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০২২
নিউজ ডেস্কঃ-
আরএমপি নিউজঃ- ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ বিকেল ৩.৩০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহাগনগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।
এরপর তিনি সকল মুক্তি যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুস্প-স্তবক অর্পন করেন।
পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জ্ঞাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরএমপি পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: হাফিজুর রহমান।
পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জ্ঞাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরএমপি পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: হাফিজুর রহমান।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।