সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বগুড়ায় গৃহবধূ হত্যার আসল রহস্য উন্মোচিত: আদালতের রায়ে ছেলের জামিন

আপডেটঃ ৫:৪৩ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলে সাদ বিন আজিজারের জামিন মঞ্জুর করেছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এই রায় দেন তিনি। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী জানিয়েছেন, পুলিশের বিস্তৃত তদন্ত এবং মামলার মূল তিন আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় সাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে।

গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা খাতুন। ১২ নভেম্বর র‍্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করে, সালমাকে তার ছেলে সাদ হত্যা করেছে। তবে পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ঘটনার সঙ্গে সাদের কোনো সম্পৃক্ততা নেই। হত্যাকাণ্ডের সঙ্গে ভাড়াটিয়া মাবিয়া সুলতানাসহ আরও তিনজন জড়িত। তারা ক্ষিপ্ত হয়ে সালমাকে হত্যা করে এবং ঘটনাটি ডাকাতির নাটক হিসেবে সাজায়।

১৪ নভেম্বর পুলিশ এই হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করে এবং ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ করে। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সাদের বাবা আজিজার রহমান ছেলের জামিন আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা চাই প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।”

উল্লেখ্য, সাদ বিন আজিজারকে জামিন দিতে কিছুটা সময় লাগলেও পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

IPCS News : Dhaka