বই পৌঁছাতে দেরি তাই ওয়েবসাইট থেকে বই পড়াতে পারেন শিক্ষকরা : শিক্ষামন্ত্রী
আপডেটঃ ৫:৩৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী বলেছেন, বই পৌঁছাতে দেরি হয়ে থাকলে অবশ্যই তা দেখব।এর পরও দেরি হলে ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, শিক্ষকরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন।তিনি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, ডা. দিপু মনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধশালী ও সুখী দেশ হবে, আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ।সব সেবা, সব কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি, যা কিছু আছে সব প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে।সব স্বচ্ছতা, জবাবদিহিতা, ও সেবার নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি মানুষ স্মার্ট নাগরিক হবেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গ-বন্ধুর কন্যা ঠিক তার পিতার মতো।তিনি যে স্বপ্ন দেখান, তা বাস্তবায়ন করেন।ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশের কথা বলেছিলেন, আমরা তা হয়েছি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশের মানুষ মানে, যেখানে প্রতিটি নাগরিক, সরকার, সমাজ ও অর্থনীতি স্মার্ট হবে।আমাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্র স্মার্ট হবে।এর মধ্য দিয়ে তারা উন্নত জীবন যাপন করবে।এটাই হলো মূলত স্মার্ট বাংলাদেশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
IPCS News : Dhaka :