সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফ্রান্সে তিন মাসেই পতন বার্নিয়ের সরকারের: অনাস্থা ভোটে পরাজিত

আপডেটঃ ১১:১৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের।মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে বুধবার (৪ ডিসেম্বর) অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩১ ভোটে প্রস্তাবটি পাস হয়।বাজেট পাস নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী উগ্র ডানপন্থী এবং বামপন্থী দলগুলো মিলে এই প্রস্তাব উত্থাপন করে।জাতীয় বাজেট পাসে ব্যর্থতা এবং বিশাল বাজেট ঘাটতি নিয়ে সমালোচনার মুখে থাকা বার্নিয়ের সরকার এই ভোটে পরাজিত হয়।এর ফলে, ফ্রান্সের ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি হবে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার।

প্রধানমন্ত্রীর এই পদত্যাগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য নতুন সংকট তৈরি করেছে।ঝুলন্ত পার্লামেন্ট এবং বিরোধী দলগুলোর চাপের মুখে থাকা ম্যাক্রোঁর সরকার এখন নতুন সরকার গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।অন্যদিকে, বামপন্থী দল ফ্রান্স আনবোয়েড এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র‍্যালি এই পরিস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।ন্যাশনাল র‍্যালি দলের নেতা মেরিন লে পেন বলেছেন, বর্তমান পরিস্থিতি সরকার গঠনের পথে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

এলিসি প্রাসাদ জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।এতে নতুন সরকার গঠন এবং সংকট মোকাবিলার পরবর্তী পদক্ষেপ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।১৯৬২ সালে জর্জ পমপিডুর সরকারের পর এবারই প্রথম কোনো ফরাসি সরকার পার্লামেন্টের অনাস্থা ভোটে পরাজিত হলো।ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এখন রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

IPCS News : Dhaka :