ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ জন সদস্য গ্রেফতার করেছে র্যাব-৫
আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সিপিএসসি র্যাব-৫ রাজশাহী ফেন্সিডিলসহ মাদক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে।গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে গত শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাঘা থানার খায়েরহাট নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে কুষ্টিয়া জেলার আতারপাড়ার মোঃ আবু বেপারীর ছেলে মোঃ মিলন বেপারী (৩০), একুই এলাকার মৃত হাবিল বেপারীর ছেলে মোঃ হোসেন আলী (৩২) ও রাজশাহীর বাঘা থানার ব্রাক্ষণডাঙ্গার মোঃ মাজেদ প্রামানিকের ছেলে মোঃ লালন ইসলাম (৩৪)।গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আনুসাঙ্গিক সামগ্রী জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন ।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।