রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে, ইসরায়েলকে স্বীকৃতি নয়:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেটঃ ১:৩৩ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদক:- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করেছেন, তাঁর সরকার ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখবে এবং ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না। গত শুক্রবার, এশিয়া–প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ইসরায়েল ও ফিলিস্তিনের ব্যাপারে মালয়েশিয়ার দীর্ঘকালীন নীতির প্রতি বিশ্ববাসীর নজর রয়েছে। আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে তাঁর সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন, যেখানে মালয়েশিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকার কথা জানিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে মালয়েশিয়া একমাত্র দেশ হিসেবে এবারের এপেক সম্মেলনে প্রশ্ন তুলেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “যেখানে প্রয়োজন, সেখানে ফিলিস্তিনিদের জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে। জাতির অধিকার অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য নিয়ে কথা বলতে পারি? এটি ন্যায়বিচারের প্রশ্ন।” তিনি জানান, মালয়েশিয়া এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি নিরন্তর সহানুভূতি প্রদর্শন করবে, এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের পক্ষে কথা বলার কাজ অব্যাহত রাখবে।

এটি এমন এক সময়ের মধ্যে ঘটছে যখন গাজা উপত্যকায় ইসরায়েলি সহিংসতা বাড়ছে এবং ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সমর্থন নিয়ে বিতর্ক বৃদ্ধি পাচ্ছে।

IPCS News : Dhaka : নিজস্ব প্রতিবেদক।