ফায়ার সার্ভিসকে ইউএস অ্যাম্বাসির উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর
আপডেটঃ ২:৫২ অপরাহ্ণ | অক্টোবর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত ইউ এস অ্যাম্বাসি।২০ অক্টোবর ২০২৪ সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস” অনুষ্ঠানে ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি; প্রধান অতিথির বক্তব্য দেন ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন; সভাপতির বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং কমপ্লেক্স-এর অ্যাডজুটেন্ট মোহাম্মদ মামুন।এরপর ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে ওয়াটার রেসকিউ ও মেডিক্যাল সরঞ্জামের তালিকা ফায়ার সার্ভিসকে হস্তান্তর করা হয়।এ সময় ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
সবশেষে আমন্ত্রিত অতিথিগণ সম্মিলিতভাবে ইকুইপমেন্ট ডিসপ্লে পর্যবেক্ষণ ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৮টি ওয়াটার রেসকিউ বোট, ১১০টি লাইফ ভেস্ট, ২৮টি কাস্টম ব্যাগ, ৮৯টি ক্যারাবিনা, ২০টি বাঁশি, ১২০টি জাম্প স্যুট, ৫ বক্স এন-৯৫ মাস্ক, ১০০টি স্মল ও ১০০টি লার্জ হ্যাজমত মেডিক ব্যাগ।
IPCS News : Dhaka : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।