ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে
আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোরে স্বামীর সাথে পারিবারিক কলহের দ্বন্দে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুক্তা আক্তার ময়না (৩৪) নামেরএক গৃহবধূ।সে জেলার তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের বড় মেয়ে এবং বিলশহর গ্রামের মৃত মোহর উদ্দীনের পুত্র রবিউল ইসলামের ২য় স্ত্রী।৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তানোর ফায়ার সার্ভিস অফিসের সামনে ভাড়া বাসার নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।গৃহবধূর মা জানান,তার মেয়ে আত্মহত্যা আগে তাকে ফোনে জানাই যে তার স্বামীর সাথে ৩দিন ধরে গন্ডগোল হচ্ছে, এখন সে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করবে।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশীসহ তার মা ওই ভাড়া বাড়িতে গিয়ে গৃহবধূ ময়নার ঝুলন্ত লাশ দেখতে পাই।খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে, থানায় নিয়ে আসেন।প্রতিবেশী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রবিউলের ২য় স্ত্রী মুক্তা আক্তার ময়না (২সন্তানের জননী) সাথে দীর্ঘ দিন আগে বিয়ে হলেও আর কোন সন্তান হয়নি।
পারিবারিক বিষয় নিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।কয়েকদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ প্রকোট আকার ধারণ করে।সকালেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টির একপর্যায়ে স্বামী রবিউল বাড়ি থেকে বেরিয়ে যায়।এরপরই স্ত্রী মুক্তা আক্তার ময়না আত্মহত্যা করেন।পারিবারিক সুত্রে আরো জানা গেছে, বিয়ের সময় কথা ছিলো স্ত্রীর নামে রবিউল তানোরে জমি কিনে বাড়ি করে দিবে।
জমি কিনে স্ত্রী মুক্তা আক্তার ময়নার নামে না করে রবিউল নিজের নামে করেছে।মুলত এই বিষয়টি নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি।তানোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।