সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল লোকনাথ স্কুল হ্যাট্রিক চ্যাম্পিয়ন

আপডেটঃ ৯:৪১ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্টিত ফাইনাল খেলায় গতকাল বুধবার (২৯ মার্চ) রাজশাহী লোকনাথ হাই স্কুল ১১৮ রানের বিরাট ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলকে হারিয়ে এবার দিয়ে পর পর ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টস জয়ী লোকনাথ হাই স্কুল ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৬০ রান।দলের পক্ষে সর্বোচ্চ রাব্বি ৩৫, রাকিব নিহাল ৪৩, মিনহাজ ৩৫ ও সাব্বির ৭০ রান করেন।বিপক্ষ দলের পক্ষে তৌফিক ১৬,শ্রী পলাশ ৩৬আব্দুর রওশান ৪১ রানে ২টি করে উইকেট নেন।জবাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে ১৪১ রানে গুড়িয়ে যায়।দলের পক্ষে সর্বোচ্চ মাহাফুজুর রহমান ১৯, জাহিদুল ৫৫ ও আপন হোসেন ২১ রান করেন।

বিপক্ষ দলের পক্ষে আশরাফুল ১৯, আবির ৩৪ ও সাব্বির ৩৬ রানে ৩টি করে উইকেট নেন।লোকনাথ স্কুলের সাব্বির ম্যাচ সেরা নির্বাচিত হন।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন নিদিম এন্টারপ্রাইজের প্রয়োপ্রাইটার ও বিবিসির সদস্য তৌরিদ আল মাসুদ রনি।এর আগে তিনি বলেন খেলাধুলা দেশ ও সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়।

তাছাড়া সুন্দর একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে উঠে।বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের রাজশাহী ও রংপুর বিভাগের উপ-পরিচালক মোসাঃ আয়েশা বেগম ও প্রাইম ব্যাংকের ভ্ইাস প্রেসিডেরন্ট ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল হালিম ও সহকারী ভাইসপ্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ সাইদ ইমাম।

অনুষ্টানটি পরিচালনা করেন স্কুল ক্রিকেটের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিলন।এ সময় উভয় দলের খেলোয়াড় ও অংশ গ্রহনকারী স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।