সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রবাহমান শৈত্যপ্রবাহে ছিন্নমুল মানুষের বেহাল দশা, গরম কাপড়ের জন্য হাহাকার

আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী অঞ্চল।এলাকার দুস্থ ও ছিন্নমূল মানুষ  কনকনে শীতে কাহিল।সপ্তাহ ধরে চলা শৈত্যে প্রবাহে  গরম কাপড় না থাকায়, প্রকৃতির নিকট অসহায় তারা।বিশেষ করে সমাজের ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষের জীবনে দেখা দিয়েছে বিপর্যয়।কনকনে শীতের কারণে শ্রমজীবি মানুষ ঘর থেকে বের হতে পারছেনা।এ কারণে কোন রকমে খেয়ে না খেয়ে, তারা জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।এছাড়া এসকল পরিবারের প্রবীণ ও শিশুরা অমানবিক জীবন যাপন করছে।পাতলা ছেঁড়াকাঁথা ও কম্বল জড়িয়ে তাঁরা প্রচন্ত শীতে রাত্রী পার করছে।এ কারণে শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে অনেকেই।কনকনে শীতে ছিন্নমুল ও শ্রমজীবি মানুষ মানবেতর জীবনযাপন করলেও শীতবস্ত্র নিয়ে তেমন কেউ এগিয়ে আসেনি বলে জানা গেছে।শহরে দু,একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যাক্তি উদ্যোগে কিছু এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরন করা হলেও তাদের পর্যাপ্ত নেয়।

তবে দেরিতে হলেও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ৪ জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে কর্পোরেশনে ওয়ার্ড গুলোতে শীতার্থদের মাঝে কম্বল বিতরন শুরু করেছেন।শহরের তুলনায় জেলার উপজেলা গুলোর প্রত্যান্ত গ্রামাঞ্চলের  মানুষজন একেবারেই শীতে কাহিল।কাজ না থাকায় দুবেলা খাবার নাই, গরম কাপড় কেনা তাদের নাগালের বাইরে।

ফলে শিশু বৃদ্ধ সবাই হাড়কাঁপানো ঠাণ্ডায় কাহিল।এছাড়া ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষের জীবনে দেখা দিয়েছে বিপর্যয়। কনকনে শীতের কারণে শ্রমজীবি মানুষ ঘর থেকে বের হতে পারছেনা।এ কারণে কোন রকমে খেয়ে না খেয়ে তারা জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।এ সকল পরিবারের প্রবীণ ও শিশুরা অমানবিক জীবন যাপন করছে।

পাতলা ছেঁড়াকাঁথা ও কম্বল জড়িয়ে তাঁরা প্রচন্ত শীতে রাত্রী পার করছে।এ কারণে শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে অনেকেই।কনকনে শীতে ছিন্নমুল ও শ্রমজীবি মানুষ মানবেতর জীবন-যাপন করলেও শীতবস্ত্র নিয়ে কেউ এগিয়ে আসেনি বলে জানা গেছে।

জেলার ২টি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র কম্বল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হলেও কোন স্থানীয় সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যানরা ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেনি।

সরেজমিনে বুধবার ও বৃহশ্পতিবার জেলার তানোর, মোহনপুর ও পবা উপজেলা ঘুরে দেখা গেছে আদিবাসি মেয়েরা চুলোর আগুনে শীত নিবারনের চেষ্টা করছেন।তানোরের বেলী কর্মকার নামে এক নারী দীঘি পাড়ে বসবাসরত কয়েকটি বাড়ি ঘুরিয়ে দেখিয়ে জানান, এখানে ৩৫/৪০টি আদিবাসী কর্মকার সম্প্রদায়ের বসবাস।যারা সকলেই দিনমজুর।

এখানকার বাড়ি ঘরের চেহারা দেখেই এখানকার মানুষের অবস্থা বিষয়ে সহজেই ধারণা পাওয়া যায়।৬০ বছর বয়সী ভারতি কর্মকার জানান, তার স্বামী নেই। একমাত্র মেয়েকে বিবাহ দিয়েছেন।দিন মজুরী করে পেট চালান তিনি।তীব্র শীতের কারণে ৩ দিন ধরে কাজে যেতে পারেননি।ঘরে খাবার না থাকায় পাশের বাড়ি হতে চাল ধার করে নিয়ে এসে চুলায় চড়িয়েছেন।

ঘরে শীতবস্ত্র না থাকায় ছেঁড়া একটি কাঁথা গায়ে জড়িয়ে রাত পার করছেন।ছোট একটি টিনের ঘরে তিনি একাই বসবাস করেন।সুশীল কর্মকারজানান, তাঁর একমাত্র ছেলে পাগল।কাজ করতে পারেন না।ছেলের বউ অন্যের বাড়িতে দিন মজুরীর কাজ করে যে আয় করেন তা দিয়েই ৬ সদস্যর পরিবার কোন রকমে চলে।

শীতের কারণে ছেলের বউ কাজে যেতে না পারায় ঘরে খাবার নেই।সকালে আধা কেজি চালের খিচুড়ি রান্না করে ভাগ করে খেয়েছেন।দুপুর ও রাতের খাবার কি হবে বা আদৌ হবেই কিনা তা জানা নেই।জীবণ ধারণের জন্য প্রয়োজনীয় অন্নের সংস্থান করতেই হিমশীম খেতে হয় বলে তীব্র শীত মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ক্রয়ের সামর্থ্য তাদের নেই।

বাধ্য হয়েই পাতলা কাঁথা আর কম্বল গায়ে জড়িয়ে রাত পার করতে হচ্ছে।শুধু ভারতি আর সুশীলা কর্মকারই নয় এই তিনটি উপজেলার আদিবাসী পল্লীতে বসবাসরত সকল পরিবারের অবস্থা প্রায় একই।

শৈত্য প্রবাহ জনিত তীব্র শীতে ছিন্নমুল ও শ্রমজীবি এই মানুষগুলো মানবেতর জীবনযাপন করলেও তাদের জন্য কেউ শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসেনি এবং কোন খোঁজ খবরও নেয়নি বলে অভিযোগ করে জানান।

IPCS News : Dhaka :  আবুল কালাম আজাদ : রাজশাহী।