প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করায় ছাত্রের প্রশংসা পত্রের জের।
আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- এস,এস,সি পরীক্ষার প্রবেশপত্র বাবদ শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার করে টাকা নেওয়া শুরু করলে সহপাঠিকে নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন রাকিব হাসান নামে এক ছাত্র।সেই মানব বন্ধনের ছবি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে টাকা নেওয়া বন্ধ করে স্কুল কর্তৃপক্ষ।সে কথা মনে রাখেন ইস্কুলের প্রধান শিক্ষক।এস এস সি পাস করার পর ছাত্র যখন প্রশংসাপত্র নিতে যান তখন ইস্কুলের প্রধান শিক্ষক মানব বন্ধন এর প্রতিশোধ হিসেবে রাকিব হাসানের প্রশংসাপত্রে খারাপ ছাত্র বলে লিখে দেন।এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গরাডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে।প্রশংসা পত্রে উল্লেখ করা হয় ছাত্রটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত ছিল।ঘটনা স্বীকার প্রশংসা পত্র হাতে পাওয়ার পর রাকিব মনে করছিল হয়তো প্রিন্টিনে ভুল হয়েছে।
কিন্তু খোঁজ নিয়ে দেখতে পায় প্রধান শিক্ষক ইচ্ছাকৃত ভাবে তাকে এই প্রশংসা পত্র দিয়েছে।জানা যায়,কেন্দুয়া উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ওই স্কুলের সাবেক শিক্ষার্থী রাকিব হাসানকে যে প্রত্যায়ন পত্র দিয়েছে তাতে এরকম লেখা আছে।প্রত্যয়ন পত্র হাতে পেয়ে প্রধান শিক্ষকের কাছে রাকিব হাসান গিয়ে বললেন স্যার প্রিন্টিং এ ভুল হল কিনা।
এ সময় প্রধান শিক্ষক তাকে বলেন,যা দিয়েছি সেটাই ঠিক আছে।এব্যাপারে মুঠো ফোনে প্রধান শিক্ষক কামরুজ্জামান খান বলেন,যে প্রত্যয়ন পত্র ভালো দেওয়ার যেমন সুযোগ আছে খারাপ দেওয়ার ও তেমনি সুযোগ আছে তাই আমি এরকম দিয়েছি।এই প্রত্যয়ন পত্র পেয়ে ছেলেটি ভীষণ ভাবে ভেঙ্গে পড়ছে।
ভবিষ্যতে যে কোন চাকুরিতে আবেদন করে এই প্রত্যয়ন পত্র ব্যবহার করতে পারবে না বলে সে তার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত।ভুক্তভোগী রাকিব জানান, ২০২৩ সালে এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র বাবদ প্রধান শিক্ষক প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার করে টাকা দাবি করে।
এর প্রতিবাদে স্কুলের সহপাঠিকে নিয়ে একটি মানববন্ধন করি যা কিনা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়।এ কারণে এই ঘটনা হতে পারে বলে সে জানায়।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।