সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা পরিষদের আলোচনা সভ ও দোয়া মাহফিল।

আপডেটঃ ১:০৯ অপরাহ্ণ | মে ১৮, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারের হত্যার পর ১৯৮১ সালের এই দিনে দেশনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন।বাংলাদেশ আওয়ামীলীগ সহ সারা দেশের মানুষ এই দিনটিকে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপন করে আসছে।মঙ্গলবার সকালে রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা পরিষদ। প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার।প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, আপনারা জানেন, ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকলকে হত্যা করলেও তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় রক্ষা পেয়ে যান।

শুধু বঙ্গবন্ধুর দুই কন্যায় রক্ষা পাননি, আমি মনে করি, আজ বাংলাদেশ রক্ষা পেয়েছে।ঐ সময় শেখ হাসিনা ও শেখ রেহেনাও যদি মৃত্যুবরণ করতেন তাহলে আজ বাংলাদেশে কি অবস্থা হতো তা বলে শেষ করা যাবেনা।

আমি উপরওয়ালার নিকট দোয়া করি, তিনি যেন জননেত্রী শেখ হাসিনা সহ তার বোনের দীর্ঘ আয়ু দেন।যেন তারা এদেশ কে অপশক্তির হাত থেকে রক্ষা করতে পারেন।

পরিশেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা সহ দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

IPCS News : Dhaka : kabir tuhin : রাজশাহী।