সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী বরাবরে নেত্রকোণায় শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

আপডেটঃ ৩:৩০ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য নেত্রকোণার শিক্ষকরা বুধবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ সকাল ১১টার দিকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মিছিল করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপির মাধ্যমে মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদের পূর্বেই এমপিওভূক্ত সকল শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু, সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে উন্নীতকরণসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক তুহিন, কাজী রফিকুর রহমান, মমতাজ জাহান, কামাল পাশা, কামরুজ্জামান, রফিকুল ইসলাম খোকন, আক্কাছ উদ্দিন, আজহারুল ইসলাম মাসুম নেত্রকোনা সদরের সভাপতি মোঃ আফজাল খান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা ।