সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাহবুবুর রহমান

আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- গত ৩০ মে -২০২৩ খ্রী. তারিখ মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৫ পৃষ্ঠার ৩নং কলামে “কুলিয়ারচরে পিতা-পুত্রের বিরুদ্ধে ইতালিয় নাগরিকের উপর হামলার অভিযোগ” শিরোনামে, গত ৩০ মে-২০২৩ খ্রী. তারিখ ১২:৫৭:৩৪ ঘটিকার সময় অনলান নিউজ পোর্টাল আলোর সারথি ডটকম-এ “কুলিয়ারচরে প্রবাসী মহিলার উপর হামলার অভিযোগ” শিরোনামে ও গত ৩১ মে-২০২৩ খ্রী. তারিখ দৈনিক সমকাল পত্রিকার ১০ নং পৃষ্ঠার ৫-৬ নং কলামে “কুলিয়ারচরে জমির বিরোধে নারীকে মারধরের অভিযোগ” শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে প্রকাশিত সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর গ্রামের মৃত শাহ্ বজলুর রহমানের ছেলে স্থানীয় সালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমান (৬০)।

তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে উল্লেখিত অভিযোগকারী শাহ্ জেবুন্নাহার (৩৯) আমার ভাতিজি।সে বেশ কিছুদিন পূর্ব থেকে স্বামী সন্তান নিয়ে ইতালি বসবাস করেন।তাদের সাথে জায়গাজমি নিয়ে আমাদের ঝামেলা চলছিলো।কিছুদিন পূর্বে ইতালি থেকে বাবার বাড়িতে আসিয়া বিদেশী পোশাক পড়ে (হাপপ্যান্ট) বাড়ির সামনে ফুটবল খেলার বাহানা করে আমাকে ও আমার সন্তানকে মারধোর করতে উৎপেতে থাকে।

ঘটনার দিন আমি বাজারে যাওয়ার পথে মাতাল ও বেশামাল অবস্থায় আমার ভাতিজি জেবুন্নেছা আমার উপর অতর্কিত হামলা করে মারধোর করতে করতে এক দিক দিয়ে আমাকে মারতে থাকে অন্য দিক দিয়ে সিনেমার গল্লের মতো ডাক চিৎকার করতে থাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার চাচা আমাকে মেরে ফেলছে।এমন অভিনয় করে মাটিতে শুয়ে পরে।

এসময় আমি গুরুতর রক্তাক্ত জখম হওয়ায় এলাকাবাসী আমাকে উদ্ধার করে ডাক্তারের নিকট নিয়ে চিকিৎসা করান।এ ঘটনার এক সপ্তাহ পর  কতিপয় কিছু লোকজনের প্ররোচনায় সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে আমাদের মানসম্মান নষ্ট করার জন্য স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ও ম্যানেজ করে আমাদের নামে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।

এছাড়া কথিত সাংবাদিক ফারজানা আক্তারের চাহিদা মতো টাকা দিতে রাজি না হওয়ায় সে বিষয়টিকে আরো গোলা করার জন্য সংবাদের শিরোনামে লিখেছে “কুলিয়ারচরে পিতা-পুত্রের বিরুদ্ধে ইতালিয় নাগরিকের উপর হামলার অভিযোগ” “কুলিয়ারচরে প্রবাসী মহিলার উপর হামলার অভিযোগ”। অভিযোগকারী শাহ্ জেবুন্নাহার আমার ভাতিজি।

সে প্রথমত বাংলাদেশের নাগরিক।আমি প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

IPCS News : Dhaka : লোকমান হোসাইন কুলিয়ারচর : কিশোরগঞ্জ।