রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পেঁয়াজ, আলু ও তেলের মূল্যবৃদ্ধি: সিন্ডিকেটের কারসাজিতে বাজার নিয়ন্ত্রণের বাইরে

আপডেটঃ ২:০০ অপরাহ্ণ | নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ

ঢাকা:- পেঁয়াজ, আলু ও ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতিতে ভোক্তারা ক্রমাগত চাপে রয়েছেন।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, নতুন আলু ৯০-১০০ টাকায় এবং পুরোনো আলু ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।অথচ আমদানি ও পরিবহন খরচসহ এই আলুর দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০-৩৫ টাকা হওয়া উচিত ছিল।সরকার আলু আমদানির শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে এবং আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।কিন্তু সিন্ডিকেটের কারসাজিতে আলুর দাম এখনো অস্বাভাবিক বেশি।অন্যদিকে, আমদানিকারকদের পক্ষ থেকে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এতে চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হচ্ছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন।সরকারের মূল্য নির্ধারণের নীতিমালা কার্যকর না হওয়ায় অসাধু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো পণ্য বিক্রি করছে।

সরকারি সংস্থাগুলোর তদারকি ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে এই সংকট দীর্ঘায়িত হচ্ছে।বিশেষজ্ঞরা মনে করছেন, সিন্ডিকেট ভাঙার পাশাপাশি আমদানি ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

IPCS News : Dhaka :