পূর্বধলা উপজেলা প্রশাসনের অভিযানে ভারতীয় চিনিসহ আটক-১
আপডেটঃ ১০:১৭ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে নেত্রকোণার পূর্বধলা উপজেলা প্রশাসন অভিযানে চালিয়ে ৭৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে।শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে পূর্বধলা উপজেলার পাটবাজার এলাকার মেসার্স বাবু তীর্থ কনস্ট্রাকশনের মালিক শ্রী বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসের গুদামে এ অভিযান পরিচালনা করে।পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, গোপন সুত্র ও জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে পাটবাজার এলাকার মেসার্স বাবু তীর্ত কনস্ট্রাকশনের মালিক শ্রী বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসের গুদাম ঘরে অভিযান পরিচালনা করে প্রতিটি ৫০ কেজির ৭৯টি বস্তায় মোট ৩ হাজার ৯ শত ৫০ কেজি ভারতীয় অবৈধ চোরাই চিনি জব্দ করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ টাকা।জব্দকৃত চিনির বস্তা গুলো বর্তমানে পূর্বধলা থানায় রয়েছে।এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক শ্রী বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসকে যথাযথ আইনি প্রক্রিয়ায় পূর্বধলা থানা পুলিশের সহযোগিতায় আটক ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।