সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পূর্বধলায় মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেটঃ ৯:২৬ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে আজ রবিবার (২৬ মার্চ) বিকেলে স্থানীয় অডিটোরিয়ামে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সিরাজুল ইসলাম, আব্দুল কাদির, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।