সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা

আপডেটঃ ৬:২০ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে।রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।নিহত রুকাইয়া বিড়ালদহ গ্রামের আব্দুল রউব রতনের মেয়ে।সে বিড়ালহদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।নিহতের বড় বোন শুরমা জানায়, প্রতিদিনের মত শনিবার রাতে রুকাইয়া নিজ ঘরে ঘুমাতে যায়।রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে ডাকা-ডাকি শুরু করে এতে সাড়া না পেয়ে, তার স্বামী মাসুম ঘরের দরজা ভেঙ্গে দেখেন রুকাইয়া ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে।সে কি কারণে আত্নহত্যা করেছে।সে বিষয়ে তারা কিছু জানেনা বলে জানান।পুঠিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।